আসোনা ঐ ময়দানে
হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে
ওখানে রাজনৈতিক দ্বন্ধে হাজার মানুষ মরে
ওখানে নর পিশাচ নারী র্ধষন করে
মানুষের মুল্যবুদ্ধ ওখানে নেমে এসেছে
খুন সন্ত্রাস চাদাবাজ নির্যাতন অহরহ চলে।
মানুষের স্বপ্ন দেখায় তোমার মত রাজ্য শাসন করবে
এমনি অঙ্গিকার করে ক্ষমতায় আসে।
হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে
নিশিরাতে হাটিবে তুমি বাংলার পথ ঘাট মাঠ ক্ষেত ভালবেসে
দেখিবে তুমি গ্রাম শহর মানুষের জীবন চলার পথ
তোমার চিন্তাভাবনায় থাকবে শান্তি নিয়ে মানুষের কল্যাণে
তোমার হৃদয়ে থাকবে একটি দেশ বাংলাদেশ
প্লিজ হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে।
হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে
ওখানে রাজনৈতিক দ্বন্ধে হাজার মানুষ মরে
ওখানে নর পিশাচ নারী র্ধষন করে
মানুষের মুল্যবুদ্ধ ওখানে নেমে এসেছে
খুন সন্ত্রাস চাদাবাজ নির্যাতন অহরহ চলে।
মানুষের স্বপ্ন দেখায় তোমার মত রাজ্য শাসন করবে
এমনি অঙ্গিকার করে ক্ষমতায় আসে।
হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে
নিশিরাতে হাটিবে তুমি বাংলার পথ ঘাট মাঠ ক্ষেত ভালবেসে
দেখিবে তুমি গ্রাম শহর মানুষের জীবন চলার পথ
তোমার চিন্তাভাবনায় থাকবে শান্তি নিয়ে মানুষের কল্যাণে
তোমার হৃদয়ে থাকবে একটি দেশ বাংলাদেশ
প্লিজ হারুন অর রশীদ আসোনা ঐ ময়দানে।
No comments:
Post a Comment